জহির রায়হান
জহির রায়হান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একজন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র-পরিচালক। ক্ষণজন্মা এ প্রবাদপুরুষ মাত্র ৩৬ বছর বয়সে নিজেকে প্রতিষ্ঠা গেছেন। মাত্র আটটি উপন্যাস লিখেই তিনি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক হওয়ার মর্যাদা লাভ করেছেন। এ ছাড়া তিনি অসাধারণ সব গল্প লিখেছেন। গভীর ইঙ্গিতবাহী তাঁর গল্পগুলো মনে ছাপ রেখে দেওয়ার মতো সংবেদনশীল। তাঁর গল্পের ফ্রেমে বন্দি হয়ে আছে সে সময়ের দিনগুলো। তাঁর বাস্তবধর্মী গল্পগুলো আমাদের সমাজের, দেশের এবং মানুষেরই গল্প। অন্যদিকে বক্তব্যধর্মী ও জীবনমুখী হওয়ায় তাঁর চলচ্চিত্রগুলো নান্দনিকতা ও কৌশলগত মানের দিক থেকে এখনও চিরস্মরণীয়। জহির রায়হানের কালজয়ী লেখাগুলো থেকে বাছাই করে 'দুই ডজন' [উপন্যাস, গল্প, প্রবন্ধ ও কবিতা] সংকলনে মলাটবন্দি করা হয়েছে।
জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ্। ছেলেবেলায় সবাই তাঁকে জহির নামে ডাকত। মা সৈয়দা সুফিয়া খাতুন, বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ। তাঁরা দুই ভাই ও তিন বোন। প্রখ্যাত কথাশিল্পী শহীদুল্লা কায়সার বড়ো ভাই। তিনি চার পুত্রসন্তান বিপুল রায়হান, অনল রায়হান, অপু রায়হান ও তপু রায়হানের জনক।
Share Now