'জহির খান' ময়মনসিংহ জেলার নান্দাইলে ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর দেশের প্রথম প্রাইভেট ব্যাংক 'এবি ব্যাংকে' যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন বর্তমানে তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে এবি ব্যাংকেই কর্মরত। আছেন। তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে।
সে আসে প্রতিরাতে নিরবে (রোমান্টিক উপন্যাস)
রাহুলের আদালত (কিশোর উপন্যাস)
গেদা পালা (রম্য গল্প)
বল্টুর মেমোরি হাক। (কিশোর গল্প)
গোয়েন্দা রাহুল (ডিটেক্টিভ)
মেঘের আড়ালে মেঘ (রোমান্টিক উপন্যাস)
একলা আকাশ (রোমান্টিক উপন্যাস)
আগুন চোখের মেয়ে (থ্রিলার)
দ্য সাইলেন্ট কিলার (ক্রাইম থ্রিলার)
Share Now