সুপর্ণা এলিস গমেজ
সুপর্ণা এলিস গমেজ
১৯৭৬ সালের ১১ এপ্রিল ডাকার অদূরে নবাবগঞ্জ জেলার পুরান তুইতাল গ্রামে জন্ম। বাবা হিউবার্চ গমেজ এবং মা মালঞ্চ গমেজ। শৈশবের অনেকটা সময় কেটেছে মধ্যপ্রাচ্যে। বাবার চাকরির সুবাদে ঘুরেছেন নানা দেশ। সাধারণ মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানে স্নাতকোত্তর। লেখকের অন্যান্য বই অনুভূতির পড়ক্তিমালা, সংবেদ ফেব্রুয়ারি ২০১৯: মালঞ্চ, স্বদেশ শৈলী, ফেব্রুয়ারি ২০২০; ঝরা শিমুলের কাব্য, স্বদেশ শৈলী, ফেব্রুয়ারি ২০২১; সব নারীতেই মা সমগ্র প্রকাশন, ফেব্রুয়ারি ২০২২; মন খারাপের বেলায় প্রেম, স্বপ্ন '৭১, ফেব্রুয়ারি ২০২৩ এবং এক ফাগুনের খোলা চিঠি, জ্ঞানকোষ প্রকাশনী, ফেব্রুয়ারি ২০২৪।
Share Now