Shekh Anwar

শেখ আনোয়ার

সাম্প্রতিককালে বাংলাদেশে পপুলার সায়েন্স বা জনপ্রিয় বিজ্ঞান বিষয়ে লেখালেখিতে সক্রিয় ও নিবেদিত অন্যতম তরুণ শেখ আনােয়ার। পুরাে নাম শেখ মুহাম্মদ আনােয়ার হােসাইন। প্রিন্ট মিডিয়ায় (দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, আজকের কাগজ, বাংলার বাণী, দৈনিক দেশ, দৈনিক জনতা, দৈনিক দেশবাংলা, মানবজমিন, পূর্ণিমা, রােববার ও বাংলাদেশ সংবাদ সংস্থায়) নিউজ, ডেস্ক, ফিচার ও সম্পাদকীয় বিভাগে এক যুগেরও অধিক সময় যুক্ত থেকে লিখেছেন দু’হাতে। ক্রিটিক্যাল বিষয়ের সহজ-সরল গ্রামীণ ঢঙ্গে উপস্থাপনা তাঁর। লেখার বিশেষ বৈশিষ্ট্য। লিখনির এই ভিন্ন অভিনবত্বই পাঠকলেখকদের মধ্যে তাঁকে আলাদাভাবে চিহ্নিত করেছে। ব্রিটিশ টিভি চ্যানেল ফোর’ ও ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ ম্যাগাজিনের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ গবেষণা কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। মাসিক বিজ্ঞান সাময়িকী’র কর্মাধ্যক্ষ হিসেবে পত্রিকাটির সম্পাদক ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ইব্রাহীম’র ছায়া সান্নিধ্যে কাটিয়েছেন অনেক-অনেক বছর। তার লেখা সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৫। ফেলনা দিয়ে বিজ্ঞানের খেলনা, জ্ঞান নিয়ে গল্প, ঘরে বসে বিজ্ঞান খেলি, তিন মফিজ, ছােটদের মজার বিজ্ঞান খেলা, আগামীর মানুষ, বিজ্ঞানের অনেক প্রশ্ন, বিজ্ঞানের আরও অনেক প্রশ্ন, খেলায় খেলায় বিজ্ঞান, অন্যরকম ম্যাজিক, এই প্রজন্মের বিজ্ঞান খেলা, ছােটবেলার বিজ্ঞান খেলা, আপন মনে বিজ্ঞান খেলি, অবাক পৃথিবী, আজব মজার বিজ্ঞান খেলা, অজানাতে থাকতে নেই, বিজ্ঞানের মজার মজার খেলা, বিজ্ঞানের মজার খেলা। পড়া, বিজ্ঞানের ম্যাজিক খেলা, জমজমাট বিজ্ঞান খেলা, আনন্দ মজার বিজ্ঞান খেলা, বিজ্ঞান মেলার ম্যাজিক খেলা, মহাকাশে যাবে?, মহাকাশের খেলা, স্কুলের বিজ্ঞান খেলা, ফ্লাট বাড়ির ইন্টেরিয়র ডিজাইন, সতর্ক থাকুন প্রতিদিন, এই প্রজন্মের আনন্দময় ক্যারিয়ার, বিজ্ঞানের নানান প্রশ্ন, একদিন। প্রতিদিন, সাবধানের মার নেই, সামনে জীবন তৈরি হও. ছােটদের হাসির গল্প, ছােটদের মজার গল্প, নিজেই করি বিজ্ঞান খেলা ইত্যাদি সমধিক জনপ্রিয়। লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক শেখ আনােয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ কর্মরত।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।