Shajin Babu

সাজিন বাবু

পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে। একদল বিপদে পড়ে। আরেক দল বিপদে ফেলে সাজিন আহমেদ বাবু হচ্ছে দ্বিতীয় দলের। সে জীবন, মানুষ ও সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে বিপদে ফেলতে ভালোবাসে। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে তার লেখালেখি চর্চা। দীর্ঘদিন নাটক ও তথ্যচিত্র লেখা ও পরিচালনাকে পেশা বানিয়ে রাখলেও আদতে সে একজন স্বভাব কবি। বিক্রমপুরের পদ্মা তীরবর্তী বুরুজবাড়ি গ্রামের এই টগবগে তরুণ জন্যের পরেই দেখেছেন নদী ভাঙন। গড়ার নেশা তাই তাঁর আজন্ম। প্রথম উপন্যাস যে মনে কারফিউ পাঠকমহলে সমাদৃত হওয়ার ফলে ঔপন্যাসিক হিসেবে বেড়ে যায় দায়বদ্ধতা। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে তিনটি উপন্যাস। ২০১৮ সালে সেরা নাট্যকার হিসেবে পেয়েছেন আরটিভি স্টার অ্যাওয়ার্ড। তবে তিনি মনে করেন মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার। শফিকুর রহমান শান্তনু ঔপন্যাসিক ও নাট্যকার লেখকের অন্যান্য বই। যে মনে কারফিউ। আজ ভুলের জনন্মদিন। এই শহরে কেউ থাকে না।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।