শাহ্ কামাল
শাহ্ কামাল (১৪ মার্চ, ১৯৮৫ - বর্তমান) তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মোঃ আব্দুল জলিল এবং মাতার নাম রেহেনা বেগম । তিনি পিতা-মাতার প্রথম সন্তান। তিনি গ্রাম, শহর ও মফস্বলের এই তিনের মিশ্রিত পরিবেশে বেড়ে উঠেছেন । তার শৈশব কেটেছে জন্মস্থান রামচন্দ্রপুরে। তারপর কৈশোরের প্রথম দুই বছর ঢাকায়। অতঃপর আজ অবধি তিনি প্রাচ্যের ডান্ডির খ্যাত নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা- ধলেশ্বরী- শীতলক্ষার অববাহিকায় ফতুল্লার সোদামাটির নির্যাসের সাথে মিশে আছেন। পড়াশোনা আর কর্মসংস্থানের সুবাদে রাজধানী ঢাকার অলিগলির সাথেও আছে এক নিবিড় সম্পর্ক। এসব জনপথের মাটি ও মানুষের সাথে তার যে গভীর সম্পর্ক সেই সম্পর্কের স্পন্দনই তার লেখনির উৎস। তিনি তার গ্রামের স্কুল থেকেই শুরু করেন প্রাতিষ্ঠানিক শিক্ষা সফর। তারই ধারাবাহিকতায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ভাল ছাত্র হিসাবেই তার বেশ সুখ্যাতি আছে সে শৈশব থেকেই কিন্তু সমাজ বাস্তবতায় পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা সংকটের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। এইসব জীবন বাঁকের নানা বৈচিত্র্যতা যেমন: উত্থান- পতন, আবেদন- নিবেদন, দুঃখ-শোক, আশা- আকাঙ্খা- উচ্চাশা, বিরহ- প্রনয়, বন্ধন-বন্ধুতা তাকে এক নান্দনিক অভিজ্ঞতার ক্যানভাসে উন্নত করেছে, উঠেছেন এক অনন্য আপোসহীন প্রতিবাদী প্রতীক হয়ে। আর এইসবের স্পষ্ট ছাঁপ তার কাব্যের পঙক্তিমালার পরতে পরতে । "আগুনের পঙক্তিমালা" কবির তৃতীয় কাব্যগ্রন্থ। তার অন্য দুটি কাব্যগ্রন্থ "কড়া রোদের গল্প" (২০২৩) ও "ছাইচাপা আগুন" (২০২২)। উল্লেখ্য, তার কবি প্রতিভা প্রকাশিত হয়েছে ছাত্রাবস্থা থাকাকালেই । তার অনেক কবিতা ইতিমধ্যেই বিভিন্ন লিটল ম্যাগাজিন সহ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে ।
Share Now