সামান্থা হার্ভে
সামান্থা হার্ভের জন্ম ১৯৭৫ সালে যুক্তরাজ্যের কেন্টে। শৈশব-কৈশোর কাটিয়েছেন আয়ারল্যান্ড, ইয়র্ক, শেফিল্ড ও জাপানে। দর্শন ও সৃজনশীল লেখালিখি নিয়ে পড়াশোনা করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ে। সৃজনশীল লেখালিখিতে পিএইচডি করেছেন। প্রথম উপন্যাস 'দ্য ওয়াইল্ডারনেস' প্রকাশিত হয় ২০০৯ সালে। তখন থেকেই ব্যতিক্রমী লিখনভঙ্গির জন্য পরিচিতি পান। ২০১২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস 'অল ইজ সং'। মিক দার্শনিক সক্রেটিসের জীবনের ভিন্নতর এক উপস্থাপন এ উপন্যাসের বিষয়বস্তু। পরবর্তী দুই উপন্যাস 'ডিয়ার থিফ' ও 'দ্য ওয়েস্টার্ন উইন্ড' প্রকাশিত হয় যথাক্রমে ২০১৪ ও ২০১৮ সালে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবী পরিভ্রমণরত ছয় নভোচারীকে নিয়ে লেখা উপন্যাস 'অরবিটাল' জয় করে ২০২৪ এর বুকার পুরষ্কার এবং সামান্থা হার্ভেকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
Share Now