Romel Vai

রমেল ভাই

মোহাম্মদ রোমেল জন্ম ১৬ ডিসেম্বর, ১৯৭৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। তিনি মূলত ফিল্মমেকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন। বিশ্ববিদ্যালয়ের বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নানান পাঠচক্র করতেন। যুক্ত ছিলেন চিন্তা পাঠচক্রের সাথে। একাধিক জাতীয় টেলিভিশনে কাজ করেছেন। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বিষয়ে কাজের জন্য 'বানান' নামে একটি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট সম্পাদনা করেন। বাংলার নানান ধারার সুফি এবং ফকিরি ভাবধারার চর্চার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। 'ভাববৈঠকি' নামে একটা রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সংগঠনের প্রধান সমন্বয়ক। যেখানে বাংলার ইতিহাস, রাজনীতি, ধর্ম, ভাব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। 'অধরা শহিদী মিছিল' তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।