Rezaul Haque Nayem

রেজায়ুল হক নাঈম

রেজাউল হক নাঈমের জন্ম পাখীপুর জেলার সদর থানার বসুদুহিতা গ্রামে। বসুদুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এখানে দশম শ্রেণি পাস করার পর তাকে তার চাঁচারা শহুরে শিক্ষায় শিক্ষিত হতে মায়ের কাছ থেকে নিয়ে ঢাকার তেজগাঁও সরকারি বিদ্যালয়ে ভর্তি করান। বাবা-মা ছাড়া হঠাৎ শহুরে পরিবেশে খাপ খাওয়াতে না পেরে ৯ম শ্রেণিতে আবার মায়ের ছেলে মায়ের কোলে ফিরে এসে প্রতাপগঞ্জ উক্ত বিদ্যালয়ে পুনরায় ভর্তি হন। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ থেকে এইচএসসির গন্ডি পার করেন। এরপর জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে স্নাতক (সম্মান) শেষ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি আ.ফ.ম. কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্রা ছিলেন । দেশে অনার্স শেষ করে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজোর ন্যাসভিল শহরে টেনেসি স্ট্যাট ইউনিভার্সিটি থেকে রসায়নশাস্ত্রে মাস্টার্স করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পাড় বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পিইএচডিতে ভর্তি হন। তবে গবেষণায় বিষয়, অগ্রহ, তদুপরি সৌভাগ্যক্রমে বিষয় পরিবর্তন করে একই বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান (Biological Sciences) বিষয়ে স্ট্রাকচারাল বায়োলজি (Structural Biology) নিয়ে পিএইচডি ট্রেনিং সম্পন্ন করেন। মূলত এখানে বিভিন্ন মানুষের ব্রেইন থেকে বিভিন্ন প্রোটিন সংগ্রহ করে তাদের গঠন নির্ণয়ের সময় নানান রোগীদের জীবন ইতিহাস পড়ে এই বইটি লেখার ইচ্ছা মনে জাগে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মিজোরি রাজ্যের কলাম্বিয়া শহরে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।