রাসেল
জন্ম বৃহত্তর ঢাকার নবাবগঞ্জে, তবে বেড়ে ওঠা পুরান ঢাকায়। আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে বস্ত্র প্রকৌশলে স্নাতক করে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন বছর বিশেক যাবৎ বই পড়া, খেলা দেখা-শখের জায়গা মূলত এগুলোই লেখালেখির শুরু ইন্টারে পড়ার সময় থেকে। তৎকালীন জনপ্রিয় পাক্ষিক ক্রীড়া ম্যাগাজিন 'ক্রীড়ালোক' এ লিখতেন। পরবর্তীতে ফেসবুকের বিভিন্ন কমিউনিটি যেমন স্পোর্টস, ভ্রমণ, সাহিত্য ইত্যাদি বিভাগে অসংখ্য লেখা লিখেছেন। লজিক পছন্দ করেন, তাঁর বেশিরভাগ লেখাতেও তাই খুঁজে পাওয়া যায়। যুক্তির ছোঁয়া। কন্টেন রাইটার হিসেবে দীর্ঘদিন লিখেছেন রোর বাংলা, খেলা ৭১-এ। পেশাগত ব্যস্ততার মাঝেও লেখালিখি চালিয়ে গিয়েছেন আবেগের জায়গা থেকে। এ ছাড়া তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতের জন্য সঠিকভাবে গড়ে তোলার জন্য Textile Engineers Club (TEC)-এর কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। লেখক হিসেবে এটাই তাঁর প্রথম প্রকাশিত একক বই। স্ত্রী এবং দুই পুত্র নিয়ে তাঁর সংসার আল্লাহর রহমতে পূর্ণ।
Share Now