রবীন্দ্র নাথ দাশ
রবীন্দ্র নাথ দাস ১ জানুয়ারি, ১৯৬৪ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বেতিবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা প্রিয়নাথ দাস, মাতা নির্মলা দাস। তাঁরা ছয় ভাই-বোন। তিনি ১৯৭৭খ্রিস্টাব্দে পিতা এবং ২০১৭ খ্রিস্টাব্দে মাতাকে হারান। তাঁর বাল্য ও কৈশোর কেটেছে গ্রামেই। তিনি ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৮ খ্রিস্টাব্দে এসএসসি, বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে ১৯৮০ খ্রিস্টাব্দে এইচএসসি এবং ১৯৮৩ খ্রিস্টাব্দে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি রীতা রানী দাসকে বিয়ে করেন। জীবনের শুরুতে তিনি কন্ট্রাক্টর হিসেবে পেশা জীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯০ খ্রিস্টাব্দে বাগেরহাটের রহমানিয়া হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা চলাকালীন ১৯৯২ খ্রিস্টাব্দে তিনি খুলনা সিটি কলেজে এলএলবিতে ভর্তি হন। কিন্তু এলএলবি সম্পন্নের আগেই ১৯৯৫ খ্রিস্টাব্দে ডিভি লটারিতে সুযোগ পেয়ে আমেরিকা চলে যান। তখন তিনি দুই পুত্রসন্তানের জনক। পরে ২০০৫ সালে স্ত্রী ও দুই পুত্রসন্তানকে আমেরিকা নিয়ে যান। তাঁর সন্তানরা সেখানেই পড়াশোনো করে। তাঁর বড়ো ছেলে রানা দাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ছোটো ছেলে রনি দাস কম্পিউটার ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি স্ত্রী, দুই ছেলে ও বড়ো ছেলের স্ত্রী মনিকা দাসকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্কে নিজ বাড়িতে বসবাস করছেন।
Share Now