লেখালেখিসহ সামাজিক নানা অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে শরিক রাখার চেষ্টা করি।
জন্ম ও বেড়ে ওঠা নড়াইলের এক গ্রামে। ঢাকায় আগমন 'ভালো' শিক্ষায় 'শিক্ষিত' হওয়ার আশায়। উচ্চমাধ্যমিক ঢাকাতেই। বস্ত্রপ্রকৌশলের উপর স্নাতক ডিগ্রী নিয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে।
মূলত আমি একজন পাঠক। ধর্মতত্ত্ব, দর্শন ও ইতিহাস পাঠই আমার আগ্রহের জায়গা।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুটি। মুতাজিলা (সম্পাদিত) - গ্রন্থিক প্রকাশন রুমি এবং নারী- গ্রন্থিক প্রকাশন
Share Now