Nisho Al Mamun

নিশো আল মামুন

নিশো আল মামুন ১৯৮৬ সালে জামালপুর, বকশিগঞ্জে জন্মগ্রহন করেন। বাবা মোঃ শাহজামাল (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ১১নং সেক্টর) এবং মা সুলতানা রাজিয়া। তিনি বাবা-মায়ের কনিষ্ঠ পুত্র। ২০১২ সালে স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট বিষয়ে যুক্তরাজ্যের চার্চিল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। একই সঙ্গে তিনি সিল্ভা আলট্রামাইন্ড এবং টাচ হিলিং গ্রাজুয়েট। ২০১৯ সালে এম কিউ মিশন হতে সিল্ভা আলট্রামাইন্ড কোর্স এবং ২০২৪ সালে টাচ হিলিং কোর্স সম্পন্ন করেন। কলেজ জীবন থেকেই মেতে উঠেন গ্রুপ থিয়েটার নিয়ে। অমিমাংসীত সমাপ্তি (প্রকাশকাল ২০১২ সাল) উপন্যাসের মধ্য দিয়ে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ।তিনি ২০১৬ সালে আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) সহিত্য সম্মাননা এবং ২০১৯ সালে পচ্চিমবঙ্গের ‘বাংলা মৈত্রী লেখক সংসদ সাহিত্য সম্মাননা’ লাভ করেন। অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত প্রেমিকার কঙ্কাল উপন্যাসের জন্য তিনি আর্টলিট সেরা বই পুরষ্কার লাভ করেন। নিশো আল মামুন এর প্রকাশিত উল্লেখ যোগ্য গ্রন্থের মাঝে রয়েছে অমিমাংসীত সমাপ্তি, ভোরের ঝরা ফুল,জ্যোৎস্নার বিয়ে, নিখিলের নায়ক, বসন্ত দুপুরের নীলাকাশ, গৃহত্যাগী জোছনা, নীল আকাশের নীচে, কছে দূরে,শেষ স্পর্শ, সুখের গহিনে শোক, নীলস্বপ্ন, জোছনায় ফুল ফুটেছে, মানুষছবি, নীল চিঠি, প্রেমিকার কঙ্কাল , নির্ঝর ও একটি হলুদ গোলাপ।

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।