মেহেরুন্নেছা
মেহেরুন্নেছা
কবি, কথাশিল্পিী ও প্রাবন্ধিক। জন্ম ১৫ আগস্ট, ১৯৭২, চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মাড়কি গ্রামের প্রধানিয়া বাড়িতে। এটি তাঁর মাতুলালয়। পাশের গ্রাম পিরোজপুর, দাদার বাড়ি। বাবা মরহুম কে. এম. রুহুল আমিন, মাতা জনাব মনোয়ারা বেগম; দুই ভাই-এক বোনের পরিবারে তিনি জ্যেষ্ঠ। বাবা চট্টগ্রাম শহরে সরকারি চাকরি করতেন বিধায় চট্টগ্রামের আগ্রাবাদেই কেটেছে তাঁর শৈশব, কৈশোর ও শিক্ষা জীবন। তিনি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস-সি, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচ.এস-সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে বি.এস.সি. (সম্মান) ও একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.সি সম্পন্ন করেন। ২০ তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি দুই পুত্রের জননী। স্বামী প্রফেসর মো. ইমাম হোসেন শিক্ষা ক্যাডার থেকে চাকরি শেষে অবসরে আছেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও অদম্য আগ্রহ তাঁর সাহিত্যে। শুধুমাত্র সাহিত্য ও মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণেই লেখালেখির শুরু। স্থানীয় ও জাতীয় পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। বাকি জীবন তিনি লেখালখিতেই যুক্ত থাকতে চান।
প্রকাশিত গ্রন্থ:
বকুল, গল্পগ্রন্থ, ২০১৮, গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা
মাটির প্রদীপ, গল্পগ্রন্থ, ২০১৯, গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা
অনুভবে ঝংকার, মুক্ত গদ্য, ২০১৯, গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা
রক্তরাগ, মুক্ত গদ্য, ২০২০, গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা
মৌন তিমির, গল্পগ্রন্থ, ২০২১, গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা
পিঙ্গলা মেহেরুন্নেছার প্রথম উপন্যাস।
Share Now