Maskaoath Ahsan

মাসকাওয়াথ আহসান

মাসকাওয়াথ আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এরপর উচ্চতর শিক্ষা নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। একাডেমিক সাফল্যের জন্য 'চ্যান্সেলর পুরস্কার', বিতর্কে সুকৃতির জন্য 'জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ানশিপ' অ্যাওয়ার্ড লাভ করেছেন। সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সিনিয়র প্রফেশনালদের উদ্ ভাবনী প্রতিযোগিতায় 'সমাজ-রাজনৈতিক উত্তরণে বিতর্কবিষয়ক গবেষণার স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ ফেলোশিপ এওয়ার্ড পেয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ বিষণ্নতার শহর, মৃত্যুর শহর, আকাঙ্ক্ষার শহর, কাঠবন্দুক অলার গল্প, ধামাচাপাচরিতম, খাজাঞ্চির খাতা। এ ছাড়াও বিতর্কের ইতিহাসভিত্তিক গবেষণা গ্রন্থ বিতর্কের ধ্রুপদী উৎস। এ ছাড়াও ওপারে ভাসালে ভেলা, সতত হে নদ, অদ্ভুত আঁধার এক, পরাজিত মেঘদল তাঁর, প্যাসেজ টু হেভেন উল্লেখযোগ্য উপন্যাস। ইংরেজিতে লিখেছেন-মঙ্গা ক্যারাভান।

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।