Mahmudur Rahman

মাহমুদূর রাহমান

ইতিহাস আর পুরাণ নিয়ে মাহমুদুর রহমানের লেখালেখি। প্রথম বই 'মোঘলনামা' সিরিজ। এরই মধ্যে বইটি পার করেছে চারটি মুদ্রণ। এসেছে পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ। মহাভারতের চরিত্রদের আশ্রয় করে লিখেছেন 'রাষের', 'শকুনি উবাচ' ও 'দ্রৌপদী'। দেশে দুটি মুদ্রণ হওয়ার পাশাপাশি 'রাষেয়' প্রকাশ হয়েছে ভারতে। সেখানেও বইটি প্রশংসা পেরেছে। উপমহাদেশের ইতিহাস নিয়ে আগ্রহ থেকে 'মোগলনামা' দিয়ে লেখালেখির শুরু। এরপর লেখা নিয়েই মেতে থেকেছেন। ইতিহাস ও পুরাণ নিয়ে লিখলেও যাপিত জীবনের গল্প যাস দেন না। সমসাময়িক তরুণদের গল্পও বলেন। 'রঙ মিলান্তি' উপন্যাসে উঠে এসেছে ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন। নগরজীবন নিয়ে লিখেছেন 'রুসওয়া' ও 'বেলাভূমি'। 'ইতিহাসের পথে পথে' লেখকের দশম বই।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।