ইতিহাস আর পুরাণ নিয়ে মাহমুদুর রহমানের লেখালেখি। প্রথম বই 'মোঘলনামা' সিরিজ। এরই মধ্যে বইটি পার করেছে চারটি মুদ্রণ। এসেছে পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ।
মহাভারতের চরিত্রদের আশ্রয় করে লিখেছেন 'রাষের', 'শকুনি উবাচ' ও 'দ্রৌপদী'। দেশে দুটি মুদ্রণ হওয়ার পাশাপাশি 'রাষেয়' প্রকাশ হয়েছে ভারতে। সেখানেও বইটি প্রশংসা পেরেছে।
উপমহাদেশের ইতিহাস নিয়ে আগ্রহ থেকে 'মোগলনামা' দিয়ে লেখালেখির শুরু। এরপর লেখা নিয়েই মেতে থেকেছেন। ইতিহাস ও পুরাণ নিয়ে লিখলেও যাপিত জীবনের গল্প যাস দেন না। সমসাময়িক তরুণদের গল্পও বলেন। 'রঙ মিলান্তি' উপন্যাসে উঠে এসেছে ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন। নগরজীবন নিয়ে লিখেছেন 'রুসওয়া' ও 'বেলাভূমি'।
'ইতিহাসের পথে পথে' লেখকের দশম বই।
Share Now