Khayruzzaman Khan Sunny

খায়রুজ্জামান খান সানি

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। স্কুল জীবন থেকে মস্তিষ্কে ঘুরপাক খাওয়া শত না বলা কথা ডায়েরির পাতায় আবদ্ধ করতে থাকেন। সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকাতে কলাম লেখা শুরু করেন। বর্তমানে কলাম, প্রবন্ধ, ফিচার, কবিতা লিখছেন নিয়মিত। বিভিন্ন মাসিক, দ্বিমাসিক ম্যাগাজিনে লেখালেখি করে থাকেন। কলাম লেখালেখির পাশাপাশি তিনি গল্প বলার চেষ্টা করছেন নিজের মত করে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালে প্রথম উপন্যাসের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০২১ সালের বই মেলায় তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস 'কনীনিকা' পাঠক হৃদয়ে জায়গা করে নেয়। উল্লেখ্য যে, ইতিপূর্বে তাঁর যৌথ কাব্যগ্রন্থ 'জলতরঙ্গ-২' প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি লেখক বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্রিকেট খেলার সাথে সংযুক্ত রয়েছেন। জেলা এবং বিভাগীয় পর্যায়ে ক্রিকেট খেলেছেন। তাঁর জন্ম ০৫ নভেম্বর, ২০০০ সালে, গোপালগঞ্জ জেলার, কাঠি গ্রামে।

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।