পুরো নাম জোনাথান অ্যান্ড্রু ক্লিভল্যান্ড ব্রাউন। ২০১২ সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তার জন্ম একটি প্রটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে, ওভাবেই বড় হয়ে ওঠা। ১৯৯৭ সালে তার বয়স যখন ২০ বছর, তখন তিনি মার্কিন কলেজে পড়াশোনা করছেন- ওই সময়ই, তার ২০তম জন্মদিনের আগে আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ব্রাউন একজন সুন্নি মুসলিম, অনুসরণ করেন হাম্বলি মাযহাব। ইতিহাসে ব্যাচেলর সম্পন্ন করার পর তিনি এক বছর আমেরিকান ইউনিভার্সিটি অফ কায়রোতে আরবি অধ্যয়ন করেন। ২০০৬ সালে তিনি ইসলামিক থটের ওপর শিকাগো ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করেন। ব্যক্তিগত জীবনে, তিনি আল-জাজিরার সাংবাদিক লায়লা আল-আরিয়ানকে বিবাহ করেন।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now