জন ম্যাকহিউগো
জন ম্যাকহিউগো, ১৯৫১ সালে বৃহত্তর লন্ডনের ক্রয়ডন শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক ও চার্চ বাজনাবাদক। আর মা ছিলেন মুদ্রাক্ষর লিপিকার। তাঁর প্রাথমিক শিক্ষা ও কিশোরকাল অতিবাহিত হয় লন্ডন দক্ষিণাঞ্চলের শহর কুলসডন এলাকার জন ফিসার স্কুলে। ১৯৭০ সালে অক্সফোর্ডের ওয়াধাম কলেজ থেকে তিনি আরবি ভাষায় শিক্ষা লাভ করেন। ওই দশকের গোড়ার দিকে তিনি কায়রোর আমেরিকান ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি আইন শিক্ষাও লাভ করেন। একজন আন্তর্জাতিক আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন তাঁকে মিশর, ওমান এবং বাহরাইনসহ বেশ কয়েকটি আরব দেশ পরিভ্রমণ করায়।
ম্যাকহিউগো বেলফোর প্রকল্পের একজন ট্রাস্টি এবং আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং কাউন্সিলের বোর্ড সদস্য। তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিরিয়ান স্টাডিজের একজন সম্মানিত সিনিয়র ফেলো। তাঁর রচিত A Concise History of Sunnis & Shi's, A concise History of Arabs, Syria-A Recent History, Boundary & Territory Briefing, Business Laws of Yewien গ্রন্থগুলো প্রকাশনাজগতে সাড়া জাগানো। তিনি আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক ফোরামের একজন প্রাবন্ধিক ও গবেষক। তাঁর বর্তমান বয়স ৭৩ বছর।
Share Now