Jhumpa Lahiri

ঝুম্পা লাহিড়ী

ঝুম্পা লাহিড়ি বাঙালি বংশোদ্ভূত একজন ব্রিটিশ-আমেরিকান লেখক। ১৯৬৭ সালে ভারতীয় বাঙালি অভিবাসী লন্ডনে পিতামাতার ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর ভালো নাম নীলাঞ্জনা সুদেষ্ণা লাহিড়ি। তিন বছর বয়সে ঝুম্পা লাহিড়ি পরিবারসহ আমেরিকায় চলে আসেন এবং রোড আইল্যান্ডে থিতু হন। অভিবাসীদের সংস্কৃতি, তাদের আত্মপরিচয়ের সংকট ও নানাবিধ অভিজ্ঞতা তাঁর লেখার মূল উপজীব্য। ঝুম্পা লাহিড়ির প্রথম গল্পসংকলন 'ইন্টারপ্রেটার অভ ম্যালাডিজ' ২০০০ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে, যা তাঁকে আধুনিক সাহিত্যজগতে বলিষ্ঠ একজন লেখক হিসেবে পরিচিতি এনে দেয়। লাহিড়ির অন্যান্য কাজগুলোর মধ্যে 'দ্য নেইমসেইক' ও 'দ্য লোল্যান্ড' উল্লেখযোগ্য। বার্নার্ড কলেজ থেকে ইংরেজি সাহিত্যে ব্যাচেলর ও বস্টন ইউনিভার্সিটি থেকে ইংরেজি, সাহিত্য ও ক্রিয়েটিভ রাইটিংয়ে মাস্টার্স ও পিএইচডি করা ঝুম্পা লাহিড়ি বর্তমানে বার্নার্ড কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। ২০১২ সাল থেকে ইতালিয়ান স্বামী ও দুই সন্তানসহ রোমেও তিনি বসবাস করে আসছেন। 'হোয়‍্যারঅ্যাবাউটস' ইতালিয়ান ভাষায় লেখা তাঁর প্রথম গ্রন্থ।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।