ইমরান কাইস
ইমরান কায়েস, জন্য ১৯৮৫, টাঙ্গাইল, বাংলাদেশ। বাংলা ভাষায় লেখালিখি করে অতটা পয়সা নেই বলে, লেখক এখন ইংল্যান্ডের একটা হাসপাতালে ডাক্তারি করেন। যিনি পৃথিবীকে কেটেকুটে বানানো 'দেশ' আইডিয়াটায় ওইভাবে আসলে বিশ্বাস করেন না। মানুষের শ্রেণি বিশ্বাস করেন না। গাত্রবর্ণ, ভাষা, আঞ্চলিক স্বার্থপরতা সবকিছু ইরেজার দিয়ে মুছে দিয়ে তিনি একটা সরল পৃথিবীর স্বপ্ন দেখেন। যেখানে সেই নাইরোবিতে জন্ম নেওয়া মানুষটা, বরিশালের গহিন গ্রামে জন্মানো মানুষের সাথে গল্প করতে করতে আল্পসের ধারে হেঁটে যেতে পারে, অনায়াসে। যেখানে প্যালেস্টাইনের ধ্বংসযজ্ঞে আটকাপড়া ছয় বছর বয়সি মেয়ে হিন্দের গাড়ি লক্ষ করে একটা ভয়ংকর ট্যাঙ্ক এগিয়ে এলে, পৃথিবীর সব মানুষ একসাথে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে রাখে।
Share Now