ঢাকা-নবাবগঞ্জের মেয়ে ফাতেমা তুজ নৌশি। কোনো এক ৩০ শে ডিসেম্বর পৃথিবীতে তার আগমন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন খারশুর উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছেন রাজধানীর বারিধারার ক্যামব্রিয়ান কলেজ থেকে। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (III)-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
গল্প জগতে তার আগমন হয়েছিল কোনো রকম পরিকল্পনা ছাড়াই। তবে লেখালিখির প্রতি তার ভালোবাসা চিরন্তন। লিখতে চান আজীবন। ২০২৩ সালের ডিসেম্বরে তার প্রথম একক গ্রন্থ প্রকাশিত হয়।
এ অবধি প্রকাশিত একক গ্রন্থসমূহ:
১. প্রেমানল
২. হৃদয়ে রয়েছ গোপনে।
৪. কৃষ্ণচূড়া ও তুমি আমি
৪. বিয়ে থা
৫. মায়াঞ্জন
এছাড়াও তিনি তার নিজস্ব ফেসবুক পেজ এবং ই-বই প্যাটফর্ম-এ নিয়মিত লেখালিখি করে থাকেন।
Share Now