Dan Brown

ড্যান ব্রাউন

আমেরিকান মিলার লেখক ড্যানিয়েল গারহার্ড ব্রাউনের জন্ম ১৯৬৪ সালে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা ব্রাউন ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি পেশাগতভাবে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন, গরবর্তীতে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৩ সালে তাহিতিতে ছুটি কাটানোর সময় সিডনি শেলডনের 'দ্য ডুমসডে কনস্পিরেসি' উপন্যাসটি পড়ে তিনি থ্রিলার বই লিখতে অনুপ্রাণিত হন। ১৯৯৮ সালে বের হয় তার প্রথম বই- ডিজিটাল ফোর্টেস'। ২০০০ সালে প্রকাশিত হয় তার সৃষ্ট ববার্ট ল্যাংডন চরিত্রের প্রথম বই- 'এঞ্জেলস অ্যান্ড ডিমন্স'। তবে ২০০৩ সালে প্রকাশিত 'দ্য ডা ভিঞ্চি কোড' উপন্যাসটি তার সর্বাধিক বিক্রীত বই, এর আগে তার বইগুলো ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি। অন্তত ৫৭টি ভাষায় তার বইগুলো অনুদিত হয়েছে। রবার্ট ল্যাংডন সিরিজে আরও রয়েছে 'দ্য লস্ট সিঞ্চন' (২০০৯), 'ইনফার্নো' (২০১৩), 'অরিজিন' (২০১৭) এবং 'দা সিক্রেট অফ সিক্রেটস' (২০২৫)। তার বইগুলো সাধারণত ২৪-ঘণ্টায় সমাধান হওয়া রোমাঞ্চ উপন্যাস হয়ে থাকে। ড্যান ব্রাউন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে বসবাস করেন।

লেখকের বইসমূহ

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।