আসিফ আহম্মদ মাসুদ
আসিফ আহম্মদ মাসুদ
তুলা রাশির জাতক। জন্ম ৪ অক্টোবর, কুষ্টিয়াতে। সেখানের জিলা স্কুল, সরকারি কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এরপর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন। তার শৈশব থেকেই গল্প-উপন্যাস পড়ার তীব্র নেশা ছিল, যা সময় গড়াবার সাথে সাথে আরও বেড়েছে। লেখালিখির শুরুটা হয়েছে বেশ কয়েক বছর পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোটোগল্প, কবিতা লেখা থেকে এবং পাশাপাশি পড়ে ফেলা বিভিন্ন বইয়ের পাঠক মূল্যায়ন লেখার মধ্য দিয়ে। লেখালেখিটা তার গভীর আসক্তির জায়গা। জাগ্রতি প্রকাশনী থেকে ২০২২ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস "সায়াহ্ন"। এরপর থেকে নিয়ম করে প্রতি বইমেলাতেই প্রকাশিত হয়েছে তার বই। জল জোহনার দিন (২০২৩), সেই বসন্ত এই বসন্ত (২০২৪)। তিনটি উপন্যাসই প্রকাশের পর সমাদৃত হয়েছে পাঠকমহলে, পাশাপাশি পাঠকমননে যুগিয়েছে চিন্তার খোরাক। তার লেখার প্রধান বৈশিষ্ট্য তিনি লেখেন খুব সহজ-সাবলীল-প্রাঞ্জল ভাষায়। যেখানে প্রমিত বাংলার পাশাপাশি নগর জীবনের কথা ভাষার প্রাধান্য থাকে। নিজের লেখাতে তিনি সবসময় তুলে ধরেন সমাজের অতিসাধারণ সব মানুষদের, যাদের যাপিত জীবনের গল্পগুলো পড়লে মনে হবে 'আরে এটা তো আমার জীবনেরই প্রতিচ্ছবি।' এবারের বইমেলায় প্রকাশিত হলো তার চতুর্থ উপন্যাস "মাতাল সমীরণে"। বর্তমানে একটি খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানে 'সিনিয়র ইঞ্জিনিয়ার' হিসেবে কর্মরত। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখালিখি। চাকরি আর লেখালিখির মাঝে অবসরটুকু কাটে বই পড়ে আর দেশি-বিদেশি চলচ্চিত্র দেখে।
Share Now