আশিক আহম্মদ মারুফ
জন্ম ১৯৯০ এ রাজশাহীর মাতুলালয়ে। বাবা মায়ের চাকরির সুবাদে শেশবের প্রথম কয়েকটি বহর কেটেছে দেশের বিভিন্ন স্থানে। এরপর বেড়ে ওঠা কুষ্টিয়াতে। বস্ত্র পকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি ধারী এই লেখকের বই এ পতি তীব্র আসক্তি অন্যে বাড়িতে থাকা বিচ্ছিন্ন বই এর সংগ্রহ ছেলেবেলা থেকে নাড়াσίφ করতে করতেই। লেখালেখি শুরু করেন বেশ কয়েক বছর আগে অনেকটা শখের বসে, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ব্লগ সাইটগুলোতে লেখালেখির মধ্য দিয়ে। সেই শমাটাই পরবর্তীতে হয়ে যায় নিজের একাঙ্গ পছন্দের কাম। তারই বহিঃপ্রকাশ ঘটে ২০২৩ অমর একুশে বই মেলায়। প্রকাশিত হয় ভার পথম ছোট গল্পের বই 'টুকরো গল্প'। বইটি সমাদৃত হয় পাঠক মহলে। তারই ধারাবাহিকতায় এ বছরের বই মেলাতে নিয়ে আসছেন আর দ্বিতীয় ছোট গল্পের বই 'গল্প অরণ্যে'। আমাদের আশে পাশের ঘটে যাওয়া জীবনের গল্প গুলোই তিনি তুলে ধরেছেন এই দু মলাটে বিচ্ছিন্ন আংগিকে। বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে হেড অব ফেরিক হিসেবে কর্মরত হয়েছেন। ব্যক্তি জীবণে এক পুত্র সন্তানের অনক এই মানুষটি অবসর পেলে ভালোবাসেন নানা ধরণের বই পড়তে এবং রী পুরের সাথে সময় কাটাতে।
Share Now