আনা ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ১২ই জুন জার্মানিতে এক ইহুদি পরিবারে। তাঁর বাবা অটো ফ্রাঙ্ক ছিলেন একজন ব্যবসায়ী। ১৯৩৩ সালে হিটলার ক্ষমতা গ্রহণের পর ইহুদিদের ওপর নির্যাতনমূলক ব্যবস্থা নিলে তাঁর পরিবার চলে আসে নেদারল্যান্ডস-এর রাজধানী আমস্টার্ডামে। ১৯৩৫ সালে আনা ফ্রাঙ্ক স্কুলে ভর্তি হয় এবং মেধাবী ছাত্রী হিসেবে সুনাম অর্জন করে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ১৯৪০ সালে নেদারল্যান্ডস নাৎসি বাহিনী দখল করে নেয়। জীবন বাঁচাতে পরিবারসহ মোট আটজনের শুরু হয় গুপ্তজীবন।
প্রায় ২৫ মাসের গুপ্তজীবনের উত্তেজনা ও আশঙ্কার জীবনযাপনের পর ১৯৪৪ সালের ৪ঠা আগস্ট তারা জার্মানি বাহিনীর হাতে ধরা পড়েন এবং তাকে ও তার বোন মার্সেইকে প্রেরণ করা হয় জার্মানির বার্গেন বেলসেনে। সেখানেই ১৯৪৫ সালের মার্চ মাসে মাত্র ১৫ বছর বয়েসে আনা ফ্রাঙ্ক ও তাঁর বোন ক্ষুধার্ত ও অসুস্থ অবস্থায় মারা যান। তার লেখা ডায়েরি পৃথিবীর সর্বাধিক সংখ্যক ভাষায় অনূদিত এবং পঠিত পুস্তক।
Share Now