Ahmed Shamsul Arefin

আহমেদ শামসুল আরেফীন

তরুণ কম্পিউটারবিদ আহমেদ শামসুল আরেফীন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক হলেও ভালবাসেন কম্পিউটারে সৃষ্টিশীল কাজ করতে। লেখালেখির শুরুটা তার নটরডেম কলেজের সাহিত্য সাময়িকীর ইংরেজী ভারশনের সম্পাদক হিসেবে প্রােগ্রামিংকে ভালবাসে সংকলণ করেছেন- আর্ট অব প্রােগ্রামিং কনটেষ্ট। বিভিন্ন দেশের কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররা প্রােগ্রামিং প্রতিযােগিতার প্রস্তুতির জন্য এই বই কাজে লাগায়। ইনফর্মেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজিতে মাস্টার্স করেছেন বুয়েট থেকে। এর আগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। জাতীয় পর্যায়ের প্রােগ্রামিং প্রতিযােগিতা আয়ােজন ও প্রােগ্রামিং শেখার ওয়েবসাইট (এসিএমসলভার) তৈরী তার অন্যতম কাজ। পাশাপাশি কম্পিউটার প্রােগ্রামিং নিয়ে কিছু বই লিখলেও আরেফীন এখন ব্যস্ত পিএইচডি গবেষণার কাজে।

জ্ঞানকোষ প্রকাশনী, gyankosh prokashoni

15/B Mirpur Road, Dhaka-1205

+8801705-067092

Newsletter

© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।