আমি মাঝে মাঝে ভেজা গভীর কাদায়
ভীষণ ভাবে মুখ থুবড়ে পড়েযাই ,
জড় পদার্থের মত পড়ে থাকি দিনের পর দিন।
এরপর ?
এরপর,
আমার আশেপাশের হাতে গোনা কয়েকজন মানুষ
যাদের হয়তো আপন বলে !
এরা আমাকে টেনে তোলে।
আমি আবার
নিঃশ্বাস নিই,
জেগে উঠি,
দাঁড়াই
আবার দৌড়াই।
এক জীবনের অর্জন বলতে এই মানুষ গুলোর ভালবাসা ছাড়া আমার নিজের বলতে কিছুই নেই।
সত্যি কিছুই নেই।
এই এক "উপলব্ধি"
আমাকে আনন্দ দেয়,
হাসির কান্নায় কাঁদতে বাধ্য করে।
আমি মরতে মরতে বেঁচে উঠি, আবার বেঁচে যাই এই এক
“উপলব্ধি" তে
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now