বুকের ওড়না টেনে সোজা হয়ে বসলো রুবা। ওর সামনে রিসেপশনিস্ট বসে আছে। খুব বেশি হলে মেয়েটার বয়স ২৩—২৪ হবে। আটেঁাসাঁটো সালোয়ার কামিজ পরেছে। এতটাই টাইট যে দেখেই রুবার হাঁসফাঁস লাগছে। তবে ড্রেসটা সুন্দর। তীক্ষœ মেকআপ করেছে মেয়েটা। দিলরুবা বুঝতে পারছে না একজন রিসেপশনিস্ট এত সাজুগুজু করে কেন বসবে? অফিস হলো কাজের জায়গা। তুই ধরবি ফোন।
গুরুত্বপূর্ণ তথ্য হলে লিখে রাখবি। কারো জরুরি ফোন এলে তাকে কল ট্রান্সফার করবি। তোর কাজ হলো সব ফোনে ফোনে। সাজসজ্জার আদিখ্যেতা এখানে নিষ্প্রয়োজন। মেয়েটার পরনের ওড়না বারবার সরে যাচ্ছে। ওড়না সরে গেলেই মেয়েটার স্তনের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ছে। রুবা মনে মনে তিনবার আসতাগফিরুল্লাহ বলল। আজ না এলেই হতো।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now