"অটিস্টিক বাচ্চাদের টেলিভিশন, ল্যাপটপ, স্মার্টফোন এসব একেবারে নিষেধ। কোনো ছোটে বাচ্চার ভেতরে অটিজমের লক্ষণ দেখা গেলেই তাদের টেলিভিশন দেখা একেবারে বন্ধ করে দেওয়া হয়। ফারাজ নিশ্চয়ই ওই টেলিভিশনের দোকানে দাঁড়িয়ে টেলিভিশন দেখছে। আয়-আয়-যাই।"
দুজনে প্রায় দৌড়ে গেল এবং দূর থেকেই দেখল ফারাজ দোকানের বাইরে মেঝেতে বসে আইসক্রিম খেতে খেতে গভীর মনোযোগ দিয়ে টেলিভিশন দেখছে। টেলিভিশনে রাক্ষসের মতো বিশাল বিশাল দুইজন মানুষ দাবড়াদাবড়ি করে কুস্তি করছে। এর চাইতে কুৎসিত কোনো দৃশ্য হওয়া সম্ভব না।
সবুজ দৌড়ে ফারাজের কাছে গিয়ে তার হাত ধরে টান দিয়ে দাঁড়া করানোর চেষ্টা করে বলল, "ফারাজ ! তুই এখানে? তোকে খুঁজে খুঁজে আমরা হয়রান চল, চল, তোর নাচ আছে।"
ফারাজ ঝটকা মেরে সবুজের হাত থেকে নিজের হাত ছুটিয়ে বলল, "না অমি যাব না। সে আবার টেলিভিশনের দিকে তাকাল এবং রাক্ষসের মতো মানুষ দুটির কুস্তি দেখে তার মুখে অদ্ভুত আনন্দের একটা হাসি ফুটে উঠল। গাঁজা খেয়ে নেশা করলে মানুষ মনে হয় এভাবে হাসে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now