কার্ডিয়াক মনিটরে উনার হার্টবিট, পালস্ রেট ক্রমশ কমে আসছে। পৃথিবীর চারজন বড়ো ডাক্তার উনার দু’পাশে, তাদের সবার কপালে বিন্দু বিন্দু ঘাম আর মুখে চিন্তার ছাপ। মেডিক্যাল সায়েন্সের সর্বোচ্চ ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না। আই.সি.ইউ.র ভেতর মনিটরের সাউন্ডটা ঘড়ির অ্যালার্মের মতো জানান দিচ্ছে যে, উনার সময় শেষ হয়ে আসছে।
নেবুলাইজারে যে কৃত্রিম বাতাস ওনার লান্সে দেয়া হচ্ছে তাও পালস্ রেটটাকে বাড়াতে পারছে না। সিঙ্গাপুরের সবচাইতে বড়ো আর স্বনামধন্য কার্ডিয়াক হাসপাতালটাতে মৃত্যুর সাথে লড়ছেন বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ব্যবসায়ী আবেদ সোবাহান, এই গল্পের মহানায়ক। যিনি আজ মারা গেলেও কাল থেকে লিখা হবে তারই রচিত এক নতুন অধ্যায়।...
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now