চারটা বাজলেই কলেজের বিভিন্ন জায়গায় রেজাল্ট টাঙ্গিয়ে দেয়া হলো। আর যারা স্ট্যান্ড করেছে তাদের নাম মাইকে ঘোঘণা করা হলো। আদিব মাইকে তার নাম শুনে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ল। আজ তার বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে।
মা আকলিমার স্বপ্ন সে পূরণ করতে পেরেছে। তার রেজাল্ট শুনে সহপাঠীরা সবাই খুব অবাক হলো। এর মাধ্যমে আব্দুল্লাহ স্যারের করা ভবিষ্যৎ বাণী সত্যে পরিণত হলো। আদিব ও তার বন্ধুরা কলেজে রেজাল্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করল।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now