তরুণটির মুখোমুখি বসার আগমুহূর্তেও জানতাম না, তার গল্প আমার ভেতর এত আলোড়ন ফেলবে। পত্রিকায় তথ্যপ্রযুক্তি নিয়ে লেখার সুবাদে অসংখ্য ফ্রিল্যান্সারের সঙ্গে পরিচয় হয়েছে। নিউজ লিখেছি, ফিচার করেছি। কিন্তু মাহাবুবের (আসল নাম গোপন রাখলাম) কথা শুনে মনে হয়েছিল, ওর ঘটনা একটা আস্ত উপন্যাস হতে পারে।
আউটসোর্সিং পেশাটা এখনো আমাদের সমাজে সেভাবে স্বীকৃতি পায়নি। অথচ সরকারি—বেসরকারি যেকোনো চাকরির তুলনায় ফ্রিল্যান্সাররা তো পিছিয়ে নেই। আয় ভালো, স্বাধীনতা আছে। দিনরাত কাজ করে দেশের জন্য রেমিটেন্স আনছেন ফ্রিল্যান্সাররা। অথচ এখনও বিয়ের সময় ছেলে ফ্রিল্যান্সিং করে শুনলে পাত্রীপক্ষ ভরসা পায় না।
ভরসা পাননি মাহাবুবের প্রেমিকা রাইসার মা—বাবাও। ভালোবাসার কাজ অথবা ভালোবাসার মানুষ, যেকোনো একটি বেছে নিতে হলে কী করবে মাহাবুব?
সত্য ঘটনা অবলম্বনে লেখা এক অদ্ভুত গল্প। আমার বিশ্বাস, এই উপন্যাসই বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র হবে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now