তুতুম, রাসেল ও মেহেদী তিন বন্ধু। ওরা নোয়াবেকি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। তুতুমের আরেক বন্ধু ভূত, নাম ভোলানাথ। ওদের স্কুলে নানা রকম ভূতুড়ে ঘটনা ঘটায় ভোলানাথ। অঙ্ক স্যারের হাতের লাঠি সাপ হয়ে যাচ্ছে! বিজ্ঞান স্যারের মাথায় তেলাপোকা হাঁটছে! হঠাৎ নোয়াবেকিতে বাঘ এসে ছেলেকে একটি ধরে নিয়ে যায়! আবার হেড স্যারের মেয়েকে অপহরণ করেছে নকিপুরের ভয়ংকর নেকড়ে বাহিনী! তুতুমরা কি পারবে তাদের উদ্ধার করতে?
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now