রান্নাঘরের পেছনে বেতের ঝোপ। রুনু আর শিলাকে জরিনা ওখানে বসিয়ে রেখেছে অনেকক্ষণ। ওরা নড়তেও পারছে না। বেতের কাঁটায় শরীর ক্ষতবিক্ষত্র। মেয়েদের কষ্ট দেখে মা বলে গেছে, 'এই কষ্ট সইজ্জো করো আম্মা। পাকিস্তানিগো হাতে কষ্ট পাওনের চাইতে এই কষ্ট সইজ্জো করন বালো।' শেষ বিকেলে মা বসিয়ে রেখে গেছে। এখন রাত নেমে এসেছে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now