“কোরআনের আলোকে নামাজের অজানা রহস্য" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব যে কত বড়, তা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে। নামাজের মধ্যে কী ঘটে, কী রহস্য তার সাথে জড়িত, তার কিছু না জানা থাকলেও এই বিষয়টি সবারই জানা হয়ে গেছে যে, নামাজ হলাে আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আচরণ।
রসূল (স.) নিমন্ত্রণ পেয়ে আল্লাহর কাছে গেলেন। আরশে। মানবজাতির সেরা মেহমান মহাবিশ্বের স্রষ্টার কাছে গেছেন তারই প্রীতিভাজন হয়ে। সুতরাং প্রভুর কাছ থেকে কিছু উপহার পাওয়া যাবে এই ধারণা একেবারেই স্বাভাবিক। এবং সেই উপহার হবে রসূল (স.) এর নিজের এবং তাঁর উম্মতের জন্য সেরা উপহার, এও স্বাভাবিক। তবে আল্লাহ তাকে কোনাে সােনার তরবারী, হিরের আংটি বা রাজমুকুট, দুনিয়া দখলের কোনাে অলৌকিক ক্ষমতা, বিপুল অর্থ-কড়ি উৎপাদনের কোনাে রহস্যময় বাক্স ইত্যাদি এসব কিছু না দিয়ে তাঁর জন্য উপহার দিলেন নামাজ!!
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now