প্রিয়জনেষু খুশবু, এভাবে চিঠিটা শুরু করতে পারলে ভালো লাগতো। তুমি হাহা হিহি করবে চিন্তা করে প্রিয়জনেষু লেখার সাহস পাইনি। জানি সকালে বিছানা ছেড়েই তোমার এক কাপ চা খেতে ইচ্ছে করবে। চা ফ্লাস্কে রান্নাঘরে রাখা আছে। তোমার মায়ের মতো চা বানাতে পারি না আমি। তবে আমার হাতের চা যে খেয়েছে, সে বারবার খেতে চেয়েছে। এবার চায়ে নতুন একটা টি-ব্যাগ ব্যবহার করেছি।
নেপাল থেকে নিয়ে এসেছিলাম। টি-ব্যাগের যে এত দাম হতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিলো। আমি বিশেষ মূহূর্ত ছাড়া এই চা পান করি না। ধরো খুব বিষন্ন কোনো সকালে ঘুম ভাঙ্গার পর যখন মনে হয়, আজ আমার মন খারাপ; তখন আমি প্যাকেট খুলে একটা দুটো টি-ব্যাগ বের করি। তোমার জন্য এই স্পেশাল চা আজ আমার তরফ থেকে উপহার। এক কাপ চা নিয়ে এসে চিঠির বাকি অংশ পড়তে বসবে। চিঠির এই পর্যায়ে তোমার জন্য একটা চা বিরতি দিচ্ছি। চা আনতে আনতে তোমার জন্য একটা ধাঁধাঁ। বলো, কোন খেলায় চা বিরতি দেয়া হয়?
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now