"জিতুর দিন জিতুর রাত" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জিতুর দিন জিতুর রাত কিশোরদের জন্য আহসান হাবীবের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মহান মুক্তিযুদ্ধের সময় তিনিও কিশোর ছিলেন বলেই যেন এই উপন্যাসটি লিখতে গিয়ে অনেকটাই স্বাচ্ছন্দবোধ করেছেন। মুক্তিযুদ্ধের বিশাল প্রেক্ষাপটের হয়তো সামান্যই উঠে এসেছে এই গল্পে, তারপরও তার চেষ্টা ছিল আন্তরিক। কিশোর পাঠকদের হয়তো ভালো লাগবে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now