মুক্তচিন্তকের মিশন কী হওয়া উচিত? মুক্তচিন্তকের শুধু সভা-সেমিনার করে কাটালেই হবে না। তাদের চলে যেতে একদম সাধারণ মানুষের কাছে। তাদের সাথে মিশতে হবে। কথা বলতে হবে। এমন না যে তাদের সাথে মিশতে হলে আপনাকে তাদের মতই হতে হবে। আপনি আপনার মতই থাকবেন। কিন্তু সাধারণ লোকের ভাষা আপনাকে যেমন বুঝতে হবে, আপনার ভাষাও যাতে তারা বুঝতে পারে। সেদিকে লক্ষ রাখতে হবে।
ইসলামে মুক্তিচিন্তকের গুরুত্ব অনেক। সেই সাথে ইসলাম কীভাবে নারীদের মূল্যায়ন করে? তারও বিশদ আলোচনা করেছেন আলী শরিয়তী।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now