কয়েকটি দিনের হাসি খেলা সুন্দর এই ভবে,
জীবন ভরে স্বপ্নের জাল কেন আর বুনি তবে।
বাহির জগতের লক্ষ্যগুলো সবই স্বার্থে ভরা,
তাই আমি অন্তর্জগৎ খুঁজি মননের দ্বারা।
জন্মের পরে তো মৃত্যু জানি প্রকৃতির চিররীতি,
বিভেদ ভুলে মানুষের তরে- গাই প্রেমের গীতি।
শূন্য হাতে এসে সবাই ফিরে যাবেই শূন্য হাতে,
তবু বুঝি না কীসের তরে মানুষ বিলাপে মাতে।
মৃত্যুর সাথেই হারিয়ে যাবে- সকল স্নেহ-প্রীতি,
তাইতো সতত চেষ্টা করি রেখে যেতে কিছু স্মৃতি।
মানুষ নিয়ে ভাবনা মোর- মানুষের সুখে সুখী,
বিভেদে পূর্ণ গ্রন্থগুলো- মানুষকে করেছে দুঃখী।
মানুষকে ঘৃণা করে শুধু ঈশ্বর খুঁজিছে যারা,
শাস্ত্র জ্ঞানেতে পন্ডিত হলেও আসল মূর্খ তারা।
মিলনের গান গেয়ে যাই আমি তোমাদের মাকে,
সারাটি জীবন গেয়ে যাব সকাল-বিকাল-সাঁঝে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now