এই বইয়ের প্রধান চরিত্র হিমেল। অসম্ভব প্রতিভাবান, কিন্তু বাস্তব বুদ্ধিতে একদম কাঁচা এক ছেলে। পাড়ার দোকান থেকে এক ডজন ডিম কিনতে গেলেও দোকানদার তাকে ঠকিয়ে দেয়, অন্যদিকে অ্যাকাডেমিক পড়াশোনায় কখনো দ্বিতীয় হয়নি সে।
একমাত্র যেকোনো চ্যালেঞ্জ পেলেই তার শিরদাঁড়া খাড়া হয়ে ওঠে। রক্তে তখন প্রজাপতি নাচে। চ্যালেঞ্জ তার কাছে নেশার মতো। আর এই নেশা থেকেই সে জড়িয়ে পড়ে হ্যাকিংয়ে।
নিজেকে মূলত একজন এথিক্যাল হ্যাকার বলতে ভালোবাসে সে। তারপর একদিন সে টের পায়, অন্তর্জালের জাল তাকে আষ্টেপৃষ্ঠে নিচে টেনে নিয়ে যাচ্ছে। তখন তার দিকে হাত বাড়ায় ক্লাসের সবচেয়ে উজ্জ্বল মেয়ে ফ্লোরা, যে একদিন তার প্রেমে পড়েছিল। অন্যদিকে সাহানাও তো তার জন্য অধীর আগ্রহে বসে আছে। কী করবে সে?
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now