গ্র্যান্ডফাদার অফ জোকস" বইয়ের সংক্ষিপ্ত লেখা:
এটি যথারীতি একটি জোকসের বই। কিন্তু এই বইয়ের একজন উপস্থাপক আছে। মানে আমি এই বইয়ের উপস্থাপক। টিপিক্যাল জোকসের বইয়ের যেকোনো পৃষ্ঠা খুলেই গড়ে ফেলা যায়, এটি সেই ধরনের বই নয় উপন্যাসের মতো টানা পড়ে গেলে ভালো। একটা সিরিয়াল মেইনটেইন করেছি। নরমাল জোকস পরিবেশনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জোকস চলে এসেছে। তবে সবচে উল্লেখযোগ্য যেটা এখানে প্রচুর মৌলিক জোকস আছে অর্থাৎ ধার করা জোকস না, নিজেদের বানানো জোকস। এ বইয়ে মৌলিক জোকসের সংখ্যাই বেশি।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now