প্রতিটি গল্পেই প্রাথমিক অবস্থায় থাকে একটি কোষের মতো যা জন্ম নেয় জীবনের নানান টানাপড়েন, ব্যথা-বিহ্বলতা-বিনিদ্রা-বিষাদ থেকে। এরপর সেই কোষের সাথে কল্পনার মিশেলে সৃষ্টি হয় এক একটি বীজ। লেখকের সৃজনশীলতা, লেখনিশৈলী আর পারদর্শিতায় গল্পটি তরতরিয়ে বেড়ে উঠতে থাকে যেন কোনো কোষ বিভাজিত হয়ে হয়ে পূর্ণাঙ্গ অবয়ব পেয়েছে এবং তা পাঠককেও নিয়ে যায় কোনো এক কল্পনার রাজ্যে যেখানে প্রতিটি পাঠকের কল্পনাশক্তি ভিন্ন ও স্বাতন্ত্র্য। সেই কল্পনাশক্তি থেকে হয়তো সৃষ্টি হয় নতুন আরেকটি গল্প কিংবা গল্প লিখবার স্পৃহা। এভাবেই তৈরি হয় লেখক, এভাবেই সৃষ্ট হয় নতুন নতুন গল্প। আবার যেখানে গল্পেরা অন্তর্ভুক্ত হয় সেটাকেও গল্পকোষ হিসেবে আখ্যায়িত করা যায়।
'গল্পকোষ' নামকরণের এটিই কারণ।
সংকলনটিতে বিশজন সমসাময়িক লেখকের ভিন্ন ভিন্ন স্বাদের বিশটি গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি পাঠকেরা গল্পগুলো সানন্দে গ্রহণ করবেন এবং এর গল্পকথা তাঁদের জন্য খুলে দেবে কল্পনার দ্বার। তাঁরা ভালোবেসে হৃদয়ঙ্গম করবেন 'গল্পকোষ'কে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now