কোথাও পাখির শব্দ শুনি,
কোনো দিকে সমুদ্রের সুর
কোথাও ভোরের বেলা রয়ে গেছে- তবে।
অগণন মানুষের মৃত্যু হ'লে- 'অন্ধকারে জীবিত
ও মূতের হৃদয়
বিস্মিতের মতো চেয়ে আছে।
এ কোন সিন্ধুর সুর:
মরণের জীবনের?
একি তোর?
অনন্ত রাজির মতো মনে হয় তবু।
একটি রাত্রির ব্যথা সয়ে-
সময় কি অবশেষে এ-রকম ভোরবেলা হয়ে
আগামী রাতের কালপুরুষের শস্য বুকে ক'রে জেগে ওঠে?
কোথাও ডানার শব্দ শুনি।
কোন দিকে সমুদ্রের সুর-
দক্ষিণের দিকে,
উত্তরের দিকে,
পশ্চিমের পানে?
(জীবনানন্দ দাশ)
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now