আফজাল সাহেব ঢাকাতেই থাকেন। নবীনগরে খুব কম আসেন। আসলেও দু চারদিনের বেশি থাকেন না। এবার অবশ্য তার একটু বেশি দিন থাকার প্ল্যান। বড় ছেলে শাহজাহান অবশেষে ছয় বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে। সে বড় কিছু করতে চায় এবং সেটা সে এই গ্রামেই করবে। আইডিয়াটা পছন্দ হয়েছে আফজাল সাহেবের। ছেলে বিদেশে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকুক এটা তিনি কখনো চান না। তিনি তার এলাকার জনপ্রতিনিধি আর তার ছেলে-পেলেরা বিদেশে সেটেল হবে এর ঘোর বিরোধী তিনি। কিছু একটা কর, সেটা দেশেই কর দেশের টাকা দেশে ধরে রাখ। এখন তার একটা বড় জায়গা দরকার। বড় জায়গা নবীনগরে কেন, অনেক জায়গাতেই তার আছে। কিন্তু এখানে যতটুকু আছে তার চেয়ে আরেকটু বড় জায়গা দরকার। তিনি সেটেলমেন্ট অফিসের বদরুলকে ডেকে নবীনগরের মৌজা ম্যাপটা দেখেছেন। তাতে দেখা যাচ্ছে তার যা প্ল্যান তাতে করে জগদীশ এর জমিটা দরকার।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now