আরিয়ান কণ্ঠ নামাল। চাইল ঠিক চোখের তারায়। প্রশ্ন করল স্পষ্ট স্বরে,
“ তোমার আমাকে এত অপছন্দ কেন, ছোঁয়া? আমি কি ভালোবাসার মতো কেউ নই?” কথাটা ছোঁয়ার গায়ে দমকা হাওয়ায় উড়ে আসা বৃষ্টির ন্যায় লাগে। যার অনুভূতি শরীরে ফোটা সূচের মতোন। মুখগহ্বরে আহুতি দেয়া জ্বিভ টেনে মেয়েটা কিছু বলতে পারল না। আরিয়ানও উত্তরের
অপেক্ষা করেনি।
নিজেই বলল,
“ না হলেও বা! তোমাকে আমি অন্য কারো হতে দিইনি,দেবোও না।
পৃথিবীর একমাত্র মেয়ে তুমি, জীবনের শেষ মুহুর্ত অবধি আরিয়ান জোবায়ের যাকে জোর করে হলেও বুকের খাঁচায় আটকে রাখতে চায়!”
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now