মহাবিশ্বের সূচনা কীভাবে হলো? আমাদের মহাবিশ্ব, গ্যালাক্সি বা সৌরজগতের কতটা জানি আমরা? কেমন করে জানলাম এসব? মাটির নিচের ফসিলে কীভাবে লেখা থাকে পৃথিবীর ইতিহাস? ড্রাগন থেকে ডাইনোসর, মানুষের চিন্তার ইকুয়েশনসহ আরও অনেক কিছু নিয়ে একজন সামান্য বিজ্ঞানবিশের এই খসড়া খাতায় আপনাকে স্বাগত।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now