রাত তিনটা দশ মিনিটে তাওহীদ সাহেব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হলেন। তার কিছুক্ষণ আগে কার্ডিয়াক অ্যারেস্টে প্রতীতি মারা গেলেন। এর দশ—বারো মিনিট আগে হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করলো। ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশান শুরু হলো। তৎক্ষণাৎ চেইন অব সারভাইভাল শুরু করা হলো। তাঁকে বাঁচাতে ডাক্তাররা তাঁদের যথাসাধ্য চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না ।
চেতনা হারাবার ঠিক আগের মুহূর্তে প্রতীতি অনুসন্ধিৎসু দৃষ্টিতে নিজের চারপাশে বারবার তাকাতে লাগলেন। হয়তো স্বামীকে, মেয়েকে খুঁজছিলেন। মৃত্যুর মুহূর্তেও হয়তো তিনি আশা করে ছিলেন তিনি যেভাবে চেয়েছেন সত্যিই ঠিক সেভাবে সব কিছু হবে। মৃত্যুর সময় প্রিয় মানুষেরা তাঁর পাশেই থাকবে, তাদের মুখ দেখতে দেখতে, স্বামীর কোলে মাথা রেখে, নিজের কপালে তাঁর হাত রেখে তিনি মরবেন।
ইনিত্রিয়া পুরোটা সময় দরজার বাইরে দাঁড়িয়ে হল্টার মনিটরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এক সময় হৃদস্পন্দনের চিহ্ন শূন্য হয়ে গেলো।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now