সব সময় নিজেকে গাম্ভীর্যের একটা পাতলা আবরণে ঢেকে রাখে মুনিয়া। ফলে প্রীতম কখনোই পুরোটা বুঝতে পারে না তাকে। সার্বক্ষণিক একটি দ্বিধায় ভোগে সে-মুনিয়া তাকে ভালোবাসে, নাকি বাসে না? পৃথিবীর সবচেয়ে রহস্যময় নারী মুনিয়ার সঙ্গে খুব আশ্চর্যজনকভাবে পরিচয় ঘটেছিল প্রীতমের। সেই পরিচয় এই সব দ্বিধার মধ্যেও মুনিয়ার পিছু পিছু তাকে টেনে নেয় চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত। ওখানকার এক বাংলোয় গিয়ে ওঠে দুজন। একই ঘরে...তারপর? নিছক প্রেমের গল্প মনে হলেও এ কাহিনি প্রেমেরও অধিক, অন্য কিছুর।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now