অন্ধকারের অনেক ধরণ। জোছনা রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, সন্ধ্যা রাতের অন্ধকার, মধ্যে রাতের অন্ধকার, ভোর রাতের অন্ধকার। প্রতিটি অন্ধকারের আলাদা রং আছে, আছে আলাদা গন্ধ, আলাদা শব্দ। তবে সবচেয়ে ভয়ংকর অন্ধকার হলো মনের মাঝে অন্ধকার। যে অন্ধকারকে সূর্য কখনোই আলোকিত করতে পারে না। তখন কেবলই থাকতে হয় অপেক্ষায়, অপেক্ষায় থাকে মন।
একদিন আলো আসবেই।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now